![]() |
উচ্ছ্বাসিত ছাত্র-শিক্ষকদের একাংশ |
এসএসসি পরীক্ষায় উপজেলায় শীর্ষে রংধনু মডেল স্কুল
টাইমস বাংলা নিউজ ২৪.কম স্টাফ রির্পোটার: সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় শিক্ষা ক্ষেত্রে এক গৌরবময় ইতিহাস গড়েছে রংধনু মডেল স্কুল। ২০২৫-সালের এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটি।
এই বছরের এসএসসি পরীক্ষায় রংধনু মডেল স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে উপজেলায় ছেলেদের মধ্যে মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে আবু তালহা। সে পেয়েছে ১২৫৮ নম্বর যা উপজেলার মধ্যে সর্বোচ্চ। তার এ অসাধারণ ফলাফল সারা শাহজাদপুর জুড়েই প্রশংসিত হচ্ছে।
![]() |
মেয়েদের মধ্যেও নজরকাড়া সাফল্য অর্জন করেছে এই স্কুলের শিক্ষার্থীরা। উপজেলায় মেয়েদের মধ্যে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী জান্নাতুল তাজরী প্রিয়তা এবং মাহফুজা আক্তার মিম-দুজনেই পেয়েছেন ১২৪৯ নম্বর। তারা উপজেলায় মেয়েদের মধ্যে যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ অর্জন রংধনু মডেল স্কুলের শিক্ষার্থীদের প্রতিভা ও অধ্যবসায়ের উজ্জ্বল প্রমাণ।
বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বিরাজ করছে আনন্দের আবহ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন,“এই সাফল্য আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অনুশীলন, নৈতিক শিক্ষা ও মানসিক প্রস্তুতির দিকে বিশেষ নজর দিয়েছি। আল্লাহর রহমতে তারই প্রতিফলন দেখা যাচ্ছে আজকের এই অর্জনে।”
![]() |
সর্বোচ নাম্বার প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে শিক্ষক |
শুধু পাসের হারেই নয়,জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাতেও রংধনু মডেল স্কুল উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে। স্থানীয় শিক্ষা অফিসার বলেন, “রংধনু মডেল স্কুল আমাদের উপজেলার গর্ব। এদের ধারাবাহিক উন্নয়ন অন্যান্য প্রতিষ্ঠানের জন্যও অনুপ্রেরণা।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এই সাফল্য ধরে রাখতে আরও আধুনিক পদ্ধতিতে শিক্ষাদান ও প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।